Top Ads

করোনায় ক্ষতিগ্রস্ত বেশরকারী চাকরীজীবীদের জন্য কতিপয় পরামর্শ



Man

balighar.blogspot.com

করোনায় ক্ষতিগ্রস্ত বেশরকারী চাকরীজীবীদের জন্য কতিপয় পরামর্শ 
বর্তমান করোনা সংকটে অনেক বেশরকারি চাকুরীজীবিরা ইতিমধ্যে চাকুরী হারিয়েছেন অতবা হারানোর ভয়ে আছেন এটি এমন একটা সংকট যা আমরা আমাদের জীবদ্দশায়  কখনো দেখিনি।

কিছু পরামর্শ যদি মেনে চলতে পারেন তাহলে এই সংকটে কিছুটা উপকার হবে বলে আমার বিশ্বাস। 
সর্ব প্রথম যেইটা আপনার মনে রাখতে হবে যে এই দুর্যোগে আপনার কোন দোষ নেই। যদি আপনাকে ছাঁটায় করা হয় থাকে তাহলে ভাববেন না আপনি অদক্ষ  সামগ্রিক ব্যবসা পরিস্থিতি এই মূহুর্তে অরেক দক্ষ এবং ভাল কাজ করে আসা ম্যানেজারদের পর্যন্ত অপ্রাসংঈিক করে ফেলছে। 

ব্যাপারটা এমন যে (যদি নদীতে পানি না থাকে তাহলে সবথেকে ভালো মাজিরও কোন কাজ থাকবে না) 
এই অবস্তার জন্য কখনও নিজেকে দায়ি করবেন না নিজের প্রতি বিশ্বাস অটুট রাখুন। আশা হারাবেন না কখনো আসা হারাবেন না। 
আপনি বিশ্বাস করোন যে এই অবস্তা ১ বছরের জন্য কোব বেশী ২ বছরের জন্য। ২ বছর পর সব ঠিক হয়ে জাবে। এই সাময়িক সময়েরর জন্য কষ্ট ছাড়া কিচুই নেয় এই সংকট শেষ হবেই।

আপনার সংসার খবস এখনি সীমিত করে পেলুন খরচ কমানোর সংক্রান্ত। আপনার পরিবারের সবার সাথে ভালোবালে ভোলা মেলা আলোচ করোন
অত্যাবশ্যকীয় নয় এমন যে কোন কিছু কেনাকাটা পরিহার করে চলুন।

আপনার কাছে কি পরিমান নগদ টাকা আছে (নগদ টাকা, ব্যংক ব্যাল্যাস্ন, স্বর্ণ) তা একনি হিসাব করে লিখে রাখুন আপনার আর্থিক সক্ষমতা সম্পর্কে পরিস্কার ধারনা রাখুন।

পরবর্তী ১ বছরের জন্য আপনার অত্যাবশ্যকীয় খরচ যেমন নিত্য পয়োজনীয় খাদ্য, বাড়ি ভারা বাচ্চাদের ইস্কুলে খরচ নিত্য পয়োজনীয় চিকিৎসার খরচ যদি লাগে এই সব সম্পর্কে  একটি পরিকল্পনা করে  রাখুন। খাতায় লিখে রাখুন। 

অতি প্রয়োজনীয় নয় এমন সব ধরনের খরচ পরবর্তী  ১ বছরের জন্য  এড়িয়ে চলুন। দুই বেলা খেয়ে বেছে তারকার জন্য প্রস্তুত হন। লজ্জিত হবেন না। করোনার কারনে আপনাদের মতো অনেক অনেক মানুষের জীবনিই সংকটে নেমে এসেছে  আপনি জদি আপনার এখন কার ভাসা ভাড়া দিতে না পারেন তাহলে এখনি আরেকটু কমে বাসা ভাড়া নিয়ে ফেলুন
এভাবেই থাকার চেষ্টা করুন। 

আপনি অন্য একটি পরিবারের সাথে শেয়ার করে বাসা নেবার কথা চিন্তা করতে পারেন। যারাও কিনা আপনার মত আর্থিক সমস্যায় পড়েছে।
আপনিও একা নন এই অবস্তায়। যদি আপনার বাচ্চার পড়াশোনার খরচ বেশি হয়ে থাকে তা কমানোর চেষ্টা করুন। যদি দরকার হয় ইস্কুল পরিবর্তন করে ফেলুন। বাচ্চাকে বুঝয়ে বলুন কেন আপনাকে এইটা করতে হচ্চে তারা আপনার কথা বুঝবে।

এই মূহুর্তে কোন ঋন দেয়া নেয়া করবেন না আর ক্যাডিট কার্ড কোব বেশি দরকার না হলে ব্যবহার করবেন না ঋন নিলে সেইটা আরও আপনার দুশ্চিন্তা বাড়াবে  একে বারে শেষ উপায় হিসেবে ঋনের জন্য বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। আপনার পেশাগত নেটওয়ার্কের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
লজ্জা না-পেয়ে আপনার জন্য চাকরির কথা বলুন। চাইতে থাকুন

আপনার প্রধান লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব কাজে ফেরার যে কোন জব পেলে তা লোপে নিন। আপনি কত বেতন পেতেন তানিয়ে ভাববেন না। অবস্তা ভালো হোক যখন এই সংকট কেটে যাবে আপনার জন্য অনেক বড় বড় সুযোগ আসবে। আপনার পছন্দের জব টা না খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব  যে কোন জবে ঢুকে পড়োন বেতন যা হকনা কেন জবটি করতে থাকুন
নেটওয়ার্কিং করোন এবং পাশাপাশি ভালো জব খুঁজতে থাকুন।

ভালো উপারর্জন হয় এমন যে কাজ গোলো পাবেন তাই করোন; লজ্জা পাবেন না। সারা জীবনই খারাপ সময় আসে তা সাহস নিয়ে মোকাবেলা করোন।
৷৷৷৷
আমাদের সাবারিই উচিত সবার পাশে থাকার এটাই তো সময় একে অন্যকে সাহায্য করার। 
💝❤💙
👇👇👇👇👇👇👇👇
আমাদের গল্প গুলো আপনানাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান 
আর আমাদের গল্প গুলো ভালো লাগলে বা আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে     আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাসেই থাকুন।      
আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেইজ কানেক্টেড হতে পারেন 
💝💝💝💝💞💞ধন্যবাদ❤❤❤❤💙💙 

Post a Comment

2 Comments

  1. আল্লাহ সবাইকে ভাল রাখুন আ‌‌মিন

    ReplyDelete