Top Ads

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে না……

balighar-ssc-exam-2020

 

 

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে না……

 

এবারের এইচএসসি পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হবে।


    *আগামী ডিসেম্বর মাসে এইচএসসিদের রেজাল্ট দেওয়ার সম্ভনা আছে।

·                 *এবারের এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়া হবে না ।

·                  *এবারের এইচএসসি পরীক্ষা ভিন্নভাবে মূল্যায়ন করা হবে ।

·                   *জেএসসি ও এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন করা হবে ।

·                   *  ডিসেম্বর মাসের মধ্যে মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হবে ।


 করোনা ভাইরাসের কারনে প্রায় সাত মাস ধরে সকল বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ।সব কিছু ঠিক ঠাক ভাবে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাইনি সরকার।এর মধ্যে অনেক পরীক্ষাও আটকে আছে ।শেষ পযন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে না


বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারনে সবকিছু যেন শেষের দিকে।করোনা ভাইরাসে প্রায় দশ লক্ষ লোক মারা গেছেন।আতঙ্ক বিরাজ করছে সবদিকে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত না হওয়ার কারনে অনেকে এটিকে ভালো ভাবেই গ্রহন করছে আবার অনেকে এটি নিয়ে দ্বিমতও রয়েছে।বতমান পরিস্তিতে এমন সিদ্ধান্ত কাযকরী বলে মতামত নানা জনের।

 

Post a Comment

1 Comments