Top Ads

সুস্থতার কদর সে-ই বোঝে  অসুস্থ হয় যে। He understands the value of well-being and becomes ill




baligha.blogspo.com  



balighar।এক ব্যবসায়ী ছিল বেশ অভিজ্ঞ সে সিদ্ধান্ত দিল পণ্যের বিশাল একটা চালার নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ও পাড়ে যাবে।
সেখানে জিনিস পএের দাম বেশ চড়া ছিল এবং তার লাভ হবে প্রচুর
সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ী তার মালামাল সমুদ্রের তীরের একটি বন্দরে নিয়ে হাজির করল।
তারপর সমস্ত জিনিসপএ তুলে দিল জাহাজে  ব্যবসাযীর কোভই একজি বিশ্বস্ত কর্মচারী ছিল ব্যবসায়ী তার সব কাজেই তারউপর কোব নির্ভর করতো। 
সহকারীও তার পাশে পাশে তাখতো সবসময় জিনিসপএ জাহাজে বোঝাই দু জনেই খুশি মনে জাহাজে চড়লো সহকারী তো বেশি খুশি,
কারণ ব্যবসায়ী মালামাল নিয়ে অনেক বার জাহাজে সমুদ্র পাড়ি দিয়েছে 

কিন্তু সহকারী প্রথম বারের মতো জাহাজে উঠলো কৌতূহলী মনে সে একবার জাহাজের উপরে যায় এটা ওটা দেখে। 
জাহাজের উপরে উঠে দূরে দাড়িয়ে তাকা বিদায় দিয়ে আসা লোকজনের দিকে হাত নাড়ালো।

একজন মহান ব্যবসায়ীর সাথে সফরে যাচ্ছে সুতারাং সে মনে মনে গর্বিত  সে। একসময় বন্দরের উপকূল থেকে কিছুটা দূরে যেতেই সহকারী  এদিক ঐদিকে তাকিয়ে কিছুটা ভয় পেয়ে গেলো।

আস্তে আস্তে হারিয়ে গেল উপকূল যে দিকে তাকাই শুদু পানি আর পানি। 
পানি ছাড়া কিছুই নজরে পড়ছেনা আর সে পানিও তো শান্ত নয়। মাজেমাজে বিশাল ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ে।

সে সহকারী ভিসন ভয়ে আতঙ্কিত  আর মনে মনে বললো - কি ভুল টাই না করেছি আমার কি খাওয়া দাওয়ার সমস্যা ছিল? 
কেন আমি জাহাজে পাড়ি জমাতে গেলাম?  ব্যবসায়ী কিস্তু তার সহকারীর উপর নজর রাখছিল।

বুঝতে পারল সহকারী ভয় পয়েগেছে আস্তে আস্তে সহকারীর মাথায় হাত দিয়ে বললো- 
সমুদ্রযাএা কিন্তু ভিষন মজার। যে সমুদ্রে পাড়ি জমাইনি কখনো সে প্রথম প্রথম একটু ভয় পায়।
কিন্তু সফর করতে করতে সেই সমস্যা কেটে যায়। ব্যবসায়ীর কথা শোনেও ভয়ে আতঙ্কে। 

সহকারী জাহাজের একটা পিলার এমন ভাবে আঁকড়ে ধরেছে যেন একে বারে আটার মতে লেগে আছে। ব্যবসায়ী সহকারীর অবস্তা দেখে ভাবলো এখন বলে কিছি কাজ হবে না। সে তার মতোই তাক আপাতত। 

কিছুক্কন পর সেই সহকারীর চিৎকার চেচামেচি জাহাজের সব যাএির দৃষ্টিতে পগেছে।
সে চিৎকার করে চেঁচাতে শুরু করল- বাঁচাও! আমাকে রক্ষা করো! আমি জাহাজে উটে ভুল করেছি। আমাকে বন্দরে ফিরিয়ে নাও।

ব্যবসায়ী সহকারীর সামনে গিয়ে বলল- চিৎকার চেচামেচি বন্ধ করো, একটু ধৈর্য্য ধরো। সমুদ্রের ঢেউয়ের সাথে জাহাজের উথ্তান পতনে নিজেকে অভ্যাস করে নাও।
 
কিন্তু ব্যবসায়ীর কথা এবারেও কানে ঢুকলো না সহকারীর।
সে আগের মতো চিৎকার চেচামেচি করতে লাগলো জাহাজের অন্যান্য জাএিরা সহকারীর চারপাশে  জড়ো করে টাট্রা করতে লাগলো ব্যবসায়ী দেখলো তার সহকারী তার মান ইজ্জত সব ডুবাবে তাই ব্যবসায়ী একটা বুদ্ধি বের করলো-

জাহাজ থেকে কেউ পড়ে গেলে তাকে উদ্ধার করার জন্য যে সব উদ্বার কর্মি থাকে তাদের একজন কে বললো-
প্রস্তত থাক আমার সহকারী কে উদ্ধার করতে হবে।  এই বলে রেগেগিয়ে ব্যবসায়ী সহকারী কে বললো, তোমার মতো ভূতোে সহকারীর আমার কোন দরকার নেই। 
তোকে আমি সাগরে ফেলে দিচ্ছি যা নিজেই নিজেই সাঁরেরে কেটে বন্দরে গিয়ে উঠবি,,, 

এই বলে সহকারী কে এক ধাক্কায় পানিতে ফেলে দিলো বেচারা সহকারী তো কল্পরাও করেনি যে এধরনের বিপর্যয়ের মুখোমুখি, হবে। সত্যি সত্যি তাকে পানিতে ফেলে দেওয়া হলো মৃত্যু ছাড়া আর কোন বাঁচার পত দেখছে না সে  বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগচে সে  একটু পরেই উদ্ধারকর্মী  পানিতে ঝাঁপ দিলো। এবং সহকারীকে পানি থেকে তুলে জাহাজের পাটাতনে রাখলো।

সমুদ্রের পানিতে নিশ্চিত মৃত্যু থেকে জাহাজের এই পাটাতন অনেক বেশি নিরাপদ মনে হলো সহকারীর কাছে। তাইপাটাতনের এক কোনই গিয়ে চুপ করে বসে রইলো। 
জাহাজের অন্য জাএিরা ব্যবসায়ীর  বৃদ্ধি দেখে ভিষন খুশি হল। 

ব্যবসায়ীকে বলল-
এইটা বেশ ধারোন একটা বুদ্ধি ছিল।
ব্যবসায়ী বললো- আমার সহকারী কে যখন পানিতে ফেলে দিয়েছি তৎন আমি নিশ্চিত ছিলাম, সে বুঝতে পারবে সমুদ্রের পানিতে ডুবে মরার চেয়ে জাহাজের যাএি হওয়া অনেক বেশি নিরাপদ  এবং ভালো
পানিতে না পড়লে সে জাহাজের মূল্য টা কখনো উপলব্ধি করতে পারতো না!


  👉 শিক্ষাঃ- সস্হ্যতার কদর সে-ই বোঝে, অসুস্হ হয় যে।👈

😐আপনার জীবনের গল্প আমাদের জানাতে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন বা ইমেইল করুন😐
💗💗😲😲ধন্যবাধ😲 😲💗💗

Post a Comment

1 Comments