![]() |
| balighar.blogspo.com |
অমিতাভ বচ্চনের জীবন কাহিনী
balighar।ছেলেটা যখন প্রথম বার মুম্বাই শহরে পা রাখে তখন তার কাছে কোন থাকার যাইগা ছিলো না মেরিন ড্রাইভের পাশের ফুত পাতে রাতের পর রাত কাটিয়ে দু বেলা দুটো বড়া পাও খেয়ে ছেলেটা কাজ খুঁজতে বেরোত আজ সেই ছেলে ভারতবর্ষ তথা বিশ্বর কাছে একজন আইকন।
অর্জন করেছেন ভারত বর্ষের সর্বকালের শেষ্ঠ সুপার স্টার তকমা বিদেশে গিয়ে যদি কেউ বলে আমি ভারত থেকে আসছি তখন বিদেশিরা যেই কয় জন বিখ্যাত ভারত বাসীর নাম বলেন তিনি এক জন।
আসুন শুনে নেওয়া যাক এক হার না মানা সাধারণ ঘরের ছেলে সুপারস্টার হয়ে ওঠার কাহিনী।
মধ্যবিও পরিবারে জম্ম হওয়ায় ছোট থেকে পড়াশোনাকেই ধ্যান হিসাবে ধরে নেয় ছেলেটি ছেলেটির বাবা ছিলেন একজন কবি তাই ছোট বেলা থেকেই বাবার চোক দিয়ে পৃথিবীটাকে একটু অন্য ভাবে দেখতে শিকেছিলো ছেলেটি। পড়াশোনা শেষ করে চাকুরির খোঁজে কলকাতায় এসে পৌঁছালো ছেলেটা। চাকরি পেলো একটা বেসরকারি দপ্তরে মাসের শেষে মাএ ৪৮০ টাকা মাইনে পেলো ছেলেটা তার মধ্যে ৩৫০ টাকা চলে যেতো মেসভাড়ি থাকা খাওয়ার পিছনে। হাতে পড়ে থাকতো মাএ ১৩০ টাকা এই দিয়ে সপ্নের পিছনে দৌড় স্বপ্ন বলতে অভিনয়।
কলকাতার অ্যামেচার্স ' নামক নাট্যদলে অভিনয় করতো ছেলেটি কোনমতে অফিস সেড়েই দৌর দিতো রিহার্সালে এই কলকাতা শহরে তাকেই প্রথম রিজেকশনের ধাক্কা দেয় তখন আকাশ বাণীতে প্রজেন্টরের জন্য ইন্টারভিউ চলছে।
ছেলেটা ইন্টারভিউ দিলো কিন্তু তাকে বাতিল করা হলো তার অতিরিক্ত ভারী কন্ঠস্ব জন্য। এই কন্ঠস্বরেই পরে অবশ্য গোটা ভারতবর্ষে সব চেয়ে প্রিয় কন্ঠস্বর হয়ে উঠেছিলো এক সময় । এর পর একঘেয়ে জীবরকে চ্যালেজ্ন জানাতে কিছু টাকা নিয়ে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে চলে এলো ছেলেটা।
অভিনয়ের জগতে নিজের ভাগ্য পরিক্ষা করবে বলে কিন্তু এখানে এসে রিজেকশন যেনো তা পিছনে পড়ে রয়েছিলো একটার পর একা ছবি থেকে বাদ পরতে হলো।
প্রথম ছবির জন্য পুরস্কার পেয়েও তেমন কোন লাভ হলো না বিষেস তখন ভশিউডে রোমান্টিক হিরোদের রমরমা সেই সময় ছ'ফুট রোগা চেহেরা ছেলেকে কেউ সুযোগ দিতে চাইলো না নায়ক হবার জন্য তবে ১৭ টা সিনেমসায় ছোট ছোট চরিত্রে অভিনয় করার পর অবশেষে সুযোগ এলো নায়ক হবার আর ওই ছিলো ছেলে টার জীবনের টার্নিং পয়েন্ট।
এক সৎ ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে তিনি সুছনা করলেন এক নতুন অধ্যয়ের রোমান্টিক হিরো দের তিনিই হলেন ভলিউডের প্রথম " অ্যাংগ্রি ইয়ং ম্যান " ওই শুরু তার পর আর পিছনে ফিরে থাকাতে হয়নি ছেলেটাকে।
তৎকালীন, দিওয়ার, অগ্নিপত, ডন, শাহেনশা , কুলি, নমক হারাম,কালিয়া থেকে শুরু করে, হালের সরকার, বাগবান, পাবা গুলাবো।
সবধরনের চরিত্রে নিজের আশ্চ অভিনযের প্রতিবা দেখিয়ে তিনি আজ ভলিউডের বিগ বি। মি.অমিতাভ বচ্চন। হ্যাঁ! এই নামেই চেনে তাকে গোটা দুনিয়া।
এক দিন যে কন্ঠের সুর কে রিজেক্ট করেছিলো আকাশ বানীর তৎকালীন কর্তারা আজ অমিতাভ বাচ্চন বললেই সেই কন্ঠস্বরের কথায় আগে মাথায় আসে। তামাম ভারত বাসীর। পদ্মশ্রি পদ্মভষণ পদ্মভূষনের মতো সন্মানিয় খেতাব থেকে শুরু করে ফ্রান্সের জিলিয়ন দে অনার সব কিছুই আজ তার ঝুলিতে তবু আজ অভিনয়ের খিদে মিটেনি একটুও।
এখনো ক্যামেরা অন হলে তিনি মুহূতেই সুপারস্টার অমিতাভ বাচ্চ থেকে নায়ক অমিতাভ বাচ্চন হয়ে ওঠেন জীবরে প্রচির মানুষের ভালোবাসাকে সম্বল করতে এই বৃদ্ধ বয়সেও তিনি দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন।
(শিক্ষাঃ আজ যারা মুহূর্তেই রিজেক্ট হই বভিন্ন ক্ষএ থেকে অমিতাভ বচ্চন তাদের কাছে একটা উদাহরণ জীবনে চূড়ান্ত খারাপ সময়ে দাঁতে দাঁত চেপে দাড়িয়ে থাকতে পারলে সাফল্য ঠিক একদিন আমাদের কাছে মাথা নোয়াবে শুদু টিকে থাকতে হবে। রিক্স নিতে হবে ভয় পেলে চলবে না লড়ায় চালিয়ে যেতে হবে।😐)
💗💗।আমাদের এই গল্প গুলো আপনাদের কাছে শেয়ার করার একটাই উদ্দেশ্যে যাতে আপনারা ডিপ্রেশন না যান আপনাদের সাফল্যে আমাদের উদ্দেশ্য ধন্যবাদ💗💗বালিঘর টিম।।।।।
👇👇👇👇👇👇👇👇
আমাদের গল্প গুলো আপনানাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান
আর আমাদের গল্প গুলো ভালো লাগলে বা আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাসেই থাকুন।
আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেইজ কানেক্টেড হতে পারেন
💝💝💝💝💞💞ধন্যবাদ❤❤❤❤💙💙

1 Comments
Good post
ReplyDelete