blogspo.blogspo.com
এক সুদখোরের গল্প
..............গল্পটি ছিল এমন,,,,,,,,,,,,,
baligjhar. অনেক আগে ইতালির একটি ছোট্ট শহরে একজন ছোট ব্যবনায়ী বসবাস করতেন। তিনি স্হানীয় একজন সুদখোরের কাজ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে একটা বড় অংকের টাকা ধার নিয়েছিলেন!
সুদখোর ব্যাক্তিটি ছিল বৃদ্ধ এবং কুৎসিত মূলত সুদকোর ব্যাক্তিটি এর আগে এই ছোট ব্যাবসায়ীকে টাকা ধার দেয় নি, কারণ সে জানতো লোকটি এই টাকা কোন দিন সুধসমেদ ফেরত দিতে পারবে না।
তাহলে এখন কেন সে থাকে বিশাল অংকের টাকা ধার দিলো?
আসলে ব্যবসায়ী লোকটির এক অনেক অনেক সুন্দর মেয়ে ছিল আর বৃদ্ধ সুদখোর লোকটি সেই মেয়েটির সুন্দর্যের কাছে আকৃষ্ট হয়ে এ কাজটি করেছিল সে মনে মনে মেয়েটিকে বিয়ে করার ফন্দি এঁটেছিল।
অবসশেষে বৃদ্ধ সুদখোর লোকটি ধারণা অনুযায়ী ব্যবনায়ী সুদসমেত নিদিষ্ট সময়ে ঋণ ফেরত দিতে ব্যর্থ হলো, ফলে সুদখোর ব্যক্তিটি সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ ডাকল।
সুদখোর তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে সে মেয়েটির বাবাকে ঋণ পরিশোদের একটি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিলো! যা হোক সুদকোরের মতলব ছিল সে শুধু ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে পারলেই এই ঋণ মওকুফ করবে, বলাবাহুল্য যে এই প্রস্তাবটি ছিল অত্যন্ত উদ্ভট!
সুদকোর বললো- সে একটি ব্যাগে দুটি নুড়ি পাতর রাখবে। একটি সাদা আরেকটি কালো মেয়েটিকে না দেখেই সেই ব্যাগ থেকে যেকোনো একটি পাতর বের করতে হবে যদি সেই পাতর কালো হয় তাহলে মেয়েটিকে সুকোর বৃদ্ধকে বিয়ে করতে হবে আর যদি পাতর টা সাদা হয় তাহলে মেয়েটিকে বিয়ে করতে হবে না এবং তার বাবার ঋণও মওকুফ করে দেয়া হবে।
মেয়েটির বাবা এমন একটা অবস্তায় ছিল যে, তার পক্ষে এই উদ্ভট প্রস্তাবে রাজি না হয়েও কোন উপায় ছিল না শয়তান সুদকোর ব্যক্তিটি ব্যবসায়ীর বাগানে নুড়ি পাতর ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি পাতরের উপর দাড়িয়ে কুজু করে দুটি নুড়ি পাতর উটালো, যখন সে পাতর উঠাচ্ছিলো তখন মেয়েটি লক্ষ্য করলো সে যে দুটি নুড়ি পাতর ব্যাগে ঢুকাচ্ছিলো দুটোই ছিল কালো কালারের।
কিছুক্ষণ পর বৃদ্ধ সুদকোর মেয়েটিকে বললো ব্যাগের ভিতর হাত দিয়ে দুটি পাতর থেকে যেকোন একটি পাতর বেছে নাও।সে সময় সেখানে সমাজের স্হানীয় গ্যমান্য ব্যক্তিরাও উপস্তিত ছিলেন। ঠিক সেই মূহুর্তে মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল।
১, সে ব্যাগ থেকে পাতর তুলতে অস্বীকৃতি জানাবে।
২,সে মেয়েটি ব্যাগ থেকে দুটি পাতর বের করে সুদকোরের এমন প্রতারনা সমাজের সবার সামনে ফাঁস করে দেবে!
৩, ব্যাগের ভিতরে দুটি পাতর কালো জানা সও্বেও, যে কোন একটি পাতর উটিয়ে বাবার ঋণ মুক্তির জন্য নিজেকে বিসর্জন দিবে।
সে তৎক্ষণাৎ একটি পাতর উটিয়ে না দেকেই সেটা ইচ্ছা কৃতভাবেই নিচে ফেলে দিলো! যেকানে অসংখ্য ভিন্ন ভিন্ন কালারের নুড়ি পাতর রয়েছে।
কিছুই না জানার বান করে মেয়েটি বললো- আমি কতোটা অসাধাণ! কিছু মনে করবেন না। যদি আপনি ব্যাগের ভিতর তাকান তাহলে বুঝবেন আমি কোন নুড়ি পাতর টি উটিয়ে নিয়ে ছিলাম।
আর এটাতো খুবই সহজ ব্যাপার যে ব্যাগের ভিতর নুড়ি পাতর টি নিঃসন্দেহে কালো কালারের! সেটা দেখে বৃদ্ধ লোকটির আর কোন নতুন করে ফন্দি আঁটর কোন সুযোগ নেই।
কারণ, ব্যাগের ভিতরে কালো পাতর থাকার অর্থ হলো মেয়েটি সাদা পাতরটি বেছে নিয়ে উটিয়ে ছিল। এভাবে মেয়েটি নিজের বুদ্বিমওা দিয়ে নিজেকে বাচালো এবং তার বাবাকে রড় ঋণ এর ভোজা থেকে মুক্তি করলো
👉👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👈
( শিক্ষাঃ বিপদের সময় আমরা আমাদের নিজেদের চিন্তাশক্তিকে একটি নিদিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখি তখর আমরা ভুলে যাই, এই গন্ডির ভাইরেও একটি চমৎকার জগত রয়েছে এই বেভে হার মানা উচিত নয় যে আমরা নিরোপায় এবং এই নিদিষ্ট গন্ডির ভেতর থেকে আমাদের কোন একটি বেছে নিতে হবে।)😐
❤❤❤❤❤💙💙💙💙❤❤❤❤❤
👇👇👇👇👇👇👇👇
আমাদের গল্প গুলো আপনানাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান
আর আমাদের গল্প গুলো ভালো লাগলে বা আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাসেই থাকুন।
আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেইজ কানেক্টেড হতে পারেন
💝💝💝💝💞💞ধন্যবাদ❤❤❤❤💙💙
0 Comments