Top Ads

এক দল লোকের চেয়ে একজন বুদ্ধিমান লোকের মূল্য অনেক বেশী


এক দল লোকের চেয়ে একজন বুদ্ধিমান লোকের মূল্য অনেক বেশী


balighar.blogspot.com

একবার একজন ধনী লোক তার তিনটি মেয়ে রেখে মৃত্যুবরণ করলেন। 
তাদের মধ্যে একটি মেয়ে ছিল বেপরোয়া স্ব বাড়বে তবে সুন্দরী তার দৃষ্টিতেই অনেক পুরুষ ঘায়েল হয়ে যেতো।

দ্বিতীয় মেয়েটি ছিলো খুবই হিসাবি ও চরকায় উল বুনতে জানতো। 
তৃতীয় মেয়েটি ছিল কুৎসিত মোটা আর সারাক্ষণ মদ পান করতো 

বৃদ্ধ ভদ্রলোক তার স্ত্রীকে সম্পদের ট্রাষ্টি নিযুক্ত করে গিয়েছিলেন 
তাদের নির্দেন দেয়া ছিল।
তার সম্পত্তি সমান আর এমনভাবে মেয়েদের মধ্যে ভাগ হবে, যাতে করে তাদের ভাগের সম্পত্তি কোন ভাবেই নষ্ট করতে না পারে। 

আর যদি মেয়েরা সম্পওি না রাখতে চায় তবে তারা প্রত্যেকে তাদের মাকে এক হাজার ব্রোজ্জ মদ্রা প্রদান করবে।
এই উইলের খবর সারা এলে কায় ছড়িয়ে পড়ল। তাদের মা মহ মশকিলে পড়লেন।

আইনজীবী দের সাথে দেখা করতে লাগলেন তার স্বামীর উইলের বিষয় টা বুঝর জন্য কিন্ত কেঅও সমাধান দিতে পারলেন না। 
মেয়েরা যদি সম্পত্তি না চায় সেই সম্পত্তি যদি ভোগ করতে না পারে 
সেক্ষেএে কোন নগদ টাকার ব্যবস্তা তো নেই, যা-দিয়ে  তারা মায়ের পাওয়া না দিতে পারবে!  অনেক দিন চিন্তাভাবনা করেও যখন উইলের মর্মার্থ বের করতে পারলেন না, মা ঠিক করলেন তার ইচ্ছা মতোই মেয়েদের মদ্যে সম্পত্তি ভাগ করে দিবেন। 

তিনি বেপরোয়া সুন্দরী মেয়েকে  দিলেন ভালো ভালো  পুশাক দামি অলন্কার  আর সেই সাথে কাজের জন্য বালক ভৃত্যদের

পরিশ্রমী আর হিসাবি মেয়েটিকে দিলেন জমিজমা গরু ভেড়া, ছাগল মহিস মুরগি ইত্যাদি 
আর মাকাল মেয়েটি কে দিলেন মদের দোকান পিপে ভর্তি মদের বোতল নানান রকমের প্লে বারের মদ মাতাল মেয়েটিকে দিলেন মদের দোকান সহ একটি বড় বাড়ি।
লমন কি তাদের স্বাভাবেরও পরিবর্তন ঘটতে পারে 

অতএব,  যে মেয়ে যা পেয়েছিল তা সঠিক ভবেই ব্যবহার করবে তিন মেয়ের মধ্যে ঐক্যর সৃষ্টি হবে তাদের মাও সুখী থাকবে

,,,,,,,,,,,,,শিক্ষাঃ বুদ্ধিমানরাই সমস্যার সমাধান করতে পারেন,,,,,,,,,,,,,,,
 
মা যখন আত্মীয় স্বজন, প্রতিবেশিদের মতামত নিয়ে। মেয়েদের স্বভাব  অনুযায়ী। সম্পত্তি ভগ করে দেবেন ঠিক করলেন, সেই লোক জনের মধ্যে দেখা গেল এক মেধাবী ও বুদ্ধিমান ব্যক্তির সব শুনে তিনি বল্লেন কি করছ তোমরা?

ভদ্রলোকের উইলের মর্ম তোমরা কউ বুঝতে পারনি!
তার কথা শুনে সবাই বুদ্ধিমান ব্যক্তিকে এই সমস্যার সমাধান করে দিতে বললেন।
বুদ্ধিমান ব্যক্তিটি বললেন - 
হিসাব তো খুবই সহজ,,,,
কমলা বাগান সহ বড় বাড়িটি মদের ভাড়া হিসাবে পরিশ্রমি মেয়েটিকে দেয়া হোক।

সাজ পোশাক অলংকার দাসদাসী সব দেয়া হোক কুৎসিত মাতাল মেয়েটিকে। আর জমি গরু,  ছাগল, পশু সব দেয়া হোক সুন্দরী মেয়েটিকে 
এতে তিন মেয়ে তাদের স্বভাবের অনুযায়ী সম্পক্তি না পাওয়ায় পছন্দ করবে না। 
ফলে তারা তাদের সম্পদের যাতায়াত ব্যবহার নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। 
👇👇👇👇👇👇👇👇
আমাদের গল্প গুলো আপনানাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান 
আর আমাদের গল্প গুলো ভালো লাগলে বা আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে     আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাসেই থাকুন।      
আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেইজ কানেক্টেড হতে পারেন 
💝💝💝💝💞💞ধন্যবাদ❤❤❤❤💙💙 

Post a Comment

4 Comments