Top Ads

পৃথিবীর ইতিহাসে যতো ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা। The worst plane crash in the history of the world


plane crash
Baligha.com 

পৃথিবীর ইতিহাসে যতো ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা


দুর্ঘটনা মানে হাহাকার দুর্ঘটনা মানে কিছু স্বপ্নের অপমৃত্যু  দুর্ঘটনা মানে একটি পরিবারে নেমে আসা অমানিশার ঘোর অন্ধকার এইরকম দুর্ঘটনা কখনোই কাম্য নয়।
আজকের ডায়েরিতে জানবো পৃথিবীর ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর সম্পর্কে। 

টেনের্ফ বিমানবন্দর দুর্ঘটনা - ৫৮৩ জন নিহত  ১৯৭৭ সালে টেনের্ফর স্প্যানিশ দ্বীপের দুটি বোয়িং - ৭৪৭  এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে 
এটি ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা বলে মনে করা হয়
 এতে ৫৮৩ জনের মৃত্যু হয় এবং ৬১ জন সৌভাগ্যবান মানুষ প্রাণে বেঁচে যায়।

জাপান এয়ারলাইন্স ফ্লাইট ১২৩ - ৫২০ মৃত ১৯৮৫ সালে ১২ আগস্ট টোকিও থেকে এসাকা যাওয়ার পথে তকামগাহার পাহাড়ে বিমান টি বিধ্বস্ত হয়
এতে ৫২০ জনের মৃত্যু হয় ৪ জন সৌভাগ্য বান মানুষ সৌভাগ্য অর্জন করে 
চারদিকে দাদরি সংঘর্ষ ৩৪৯ মৃত ইতিহাসের মারাত্মক মধ্যে আকাশে বিমান সংঘর্ষ।

দিল্লির পশ্চিম সৌদি আরব এয়ারলাইন্সে এবং কাজাখস্তান এয়ারলাইন্সের মুখমিখি সংঘর্ষ হয়  উবয় বিমানের সকলেই নিহত হয় 
তির্কি এয়ারলাইন্স  ফ্লাইটে - ৯৮০ - ৩৪৬ জন নিহত. ১৯৭৬ সালে ফ্রান্সের প্যারিসের কাছে এরিমেন বেল্ট বিমান টি বিধ্বস্ত হয়। বিমানে ৩৪৬ জন যাএিই সকলেই নিহত হয়। 

এয়ার ইন্ডিয় ফ্রাইট ১৮৩ - ৩২৯ জন নিহত হয়। ১৯৮৫ সালে ২৩ সে জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২ লন্ডন ও মন্ট্রিলের মধ্যে  ওড়াকালিন সময়ে বোমা বিস্ফোরিত হয় আয়ারল্যান্ডের উপকূলে এটি আটলান্টিক মহা সাগরে গিয়ে পড়ে ৩২৯ জন সকলেই নিহত হয়।

সৌদি আরব ফ্লাইট ১৬৩ - ৩০১জন সকলেই নিহত হয় রিয়াদ থেকে জেদ্দ পর্যন্ত এই ফ্লাইটি টেকপের পরেই দুর্ঘটনাই কবলিত হয় জরুরি অবতারন করলেও কেউ উদ্দারের আগেই ধোঁয়ার কারণে  সকলেই অর্থাৎ ৩০১ জনের মৃত্যু ঘটে।  
ইরান এয়ার ফ্লাইট - ৬৫৫ - ২৯০ হন সকলেই নিহত হয় ৩ জুলাই ২০০৯ সালে  ইরাক - ইরান যুদ্ধের সময় থেহেরাও ও দুবাইয়ের মধ্যে থাকা কালীন বিভ্রন্ত যোগাযোগের কারনে ইউ এসএস ভিনসেনস এটিতে গুলি করে ২৯০ জনেই সকলেই মারা যায়।

ইরানের বিমানবাহিনীর দুর্ঘটনা ২৭৫ জন সকলেই নিহত হয়।  ২৩ ফ্রেবুয়ারী ২০০৩ সালে একটি অজ্ঞত অভিযানে বিপ্লবী গার্ড বহন কারী একটি ইরানি বিসান বাহিনী কেরমানের পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে সবাই মৃত্যু বরণ করেন। 

আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইট ১৯১ - ২৭৩ জন নিহত হয়। 
১৯৭৯ সালে আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইট ১৯১ র্ক্যাশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবছেয়ে খারাপ বিমান দুর্ঘটনা ঘটনার স্তানে থাকা দমকল কর্মী বলেন- কোন একটি অক্ষত শরীর পাওয়া যায়নি ২৭১ জন সকলেই মৃত্যু বরণ করে।
লকা রবি বিস্ফোরন ২৭০ জন নিহত। 

১৯৮৮ সালে ১৮ ডিসেম্বর লন্ডন থেকে নউ ইয়ার্ক যাবার পথে প্যান এম ফ্লাইট ১০৩ এ বোমা বিস্ফোরণ হয।
স্কটল্যান্ডের লকার বিয়ের কাছে একটি মাঠে বিমান বিধ্বস্ত হয় ২৭০ জনের সকলেই মৃত্যু বরণ করেন।

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সৃষ্টিকর্তার কাছে প্রার্তনা এইরকম দুঘটনা যেন পৃথিবীর বুকে যেন আর কখনো না ঘটে সবাইকে তিনি সুস্ত রাখুন 💟

👇👇👇👇👇👇👇👇
আমাদের গল্প গুলো আপনানাদের কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানান 
আর আমাদের গল্প গুলো ভালো লাগলে বা আমাদের গল্পের নিয়মিত আপডেট পেতে     আমাদের কে সাবস্ক্রাইব করে আমাদের পাসেই থাকুন।      
আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেইজ কানেক্টেড হতে পারেন 
💝💝💝💝💞💞ধন্যবাদ❤❤❤❤💙💙 

Post a Comment

1 Comments